ময়মনসিংহের নান্দাইলে বাজারে নেওয়ার পথে একটি গরুবোঝাই গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬টি গরু মারা যায়।তবে স্থানীয়দের সহযোগিতায় ২টি গরু উদ্ধার করা হয়েছে। রবিবার( ৮ই জুন) দুপুরে একটি নসিমন গাড়ি গরু বোঝাই করে বাজারে যাচ্ছিল গাংগাইল বাজার সংলগ্ন বিপরীত দিক থেকে আসা দোহা পরিবহন  ঢাকা- ব -১৫ -৮৬৩৪ নামক একটি বাসের ধাক্কায় উল্টে পুকুরে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার পেচুন্দুর গ্রাম থেকে ছেড়ে আসা গরু বোঝাই গাড়ি নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে যাওয়ার পথে দোহা পরিবহন নামে একটি দূরপাল্লার বাস গরুবোঝাই গাড়িকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
এ বিষয়ে গরু ব্যবসায়ি ফাইজুল ইসলাম জানান, আমরা ৬জন ব্যাপারি ৮টি গরু নিয়ে কেন্দুয়া উপজেলা পেচুন্দুর গ্রামথেকে নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে যাচ্ছিলাম গাংগাইল বাজার সংলগ্ন পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে আমাদের গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। এতে করে ৬টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং ২টি গরু স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫লক্ষ টাকা হবে। এছাড়াও আমাদের সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন সহ আরো লক্ষাধিক টাকা হরিছে। ঘটনায় আমাদের তিনজন ব্যাপারি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। আরেক ব্যাপারি কাজল বলেন এ গরু গুলোই ছিল আমাদের ব্যবসার মূলধন। এখন আমরা কিভাবে চলব।
ক্ষতিগ্রস্ত আরেক ব্যাপারি লিটন বলেন,গরুগুলো লোকসানের জন্যে ঈদের আগে বিক্রি করতে পারিনি লাভের আশায় আজ এই পরিস্থিতি। এখন আমরা কিভাবে চলব।এ বিষয়ে ঘাতক বাসটি আটক রয়েছে এবং নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
                           প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার পেচুন্দুর গ্রাম থেকে ছেড়ে আসা গরু বোঝাই গাড়ি নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে যাওয়ার পথে দোহা পরিবহন নামে একটি দূরপাল্লার বাস গরুবোঝাই গাড়িকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
এ বিষয়ে গরু ব্যবসায়ি ফাইজুল ইসলাম জানান, আমরা ৬জন ব্যাপারি ৮টি গরু নিয়ে কেন্দুয়া উপজেলা পেচুন্দুর গ্রামথেকে নান্দাইল উপজেলা মেরেঙ্গা বাজারে যাচ্ছিলাম গাংগাইল বাজার সংলগ্ন পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে আমাদের গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। এতে করে ৬টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং ২টি গরু স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫লক্ষ টাকা হবে। এছাড়াও আমাদের সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন সহ আরো লক্ষাধিক টাকা হরিছে। ঘটনায় আমাদের তিনজন ব্যাপারি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। আরেক ব্যাপারি কাজল বলেন এ গরু গুলোই ছিল আমাদের ব্যবসার মূলধন। এখন আমরা কিভাবে চলব।
ক্ষতিগ্রস্ত আরেক ব্যাপারি লিটন বলেন,গরুগুলো লোকসানের জন্যে ঈদের আগে বিক্রি করতে পারিনি লাভের আশায় আজ এই পরিস্থিতি। এখন আমরা কিভাবে চলব।এ বিষয়ে ঘাতক বাসটি আটক রয়েছে এবং নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
  নিজস্ব প্রতিবেদক
 নিজস্ব প্রতিবেদক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                