লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০১:৪০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০১:৪০:৪৭ অপরাহ্ন
চার দিনের সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

সফরের অন্যতম গুরুত্ব বহন করছে ড. ইউনূসের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ। ওই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এদিকে, লন্ডনে অবস্থানকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনের একটি অভিজাত হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

এই সম্ভাব্য বৈঠক ঘিরে ইতোমধ্যে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে জোর আলোচনার। সোমবার (৯ জুন) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত নেতাদের এ সম্পর্কে অবহিত করেন তারেক রহমান নিজেই।

বৈঠককে কেন্দ্র করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে একটি সম্ভাব্য মোড় ঘোরানোর ঘটনা হয়ে উঠতে পারে। বহুমুখী সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এ বৈঠক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]