কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া!

আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:০৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:০৪:৪৫ অপরাহ্ন
২০২৫ আইপিএল মৌসুম চলাকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই দুই ক্রিকেটার এমন সময় অবসরের ঘোষণা দিয়েছেন যখন ভারতের কোনো টেস্ট ম্যাচের শিডিউল নেই। তাই এই দুই কিংবদন্তির জন্য কোনো বিদায়ী টেস্টের আয়োজন করতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই না করা কাজটা করতে উদ্যোগ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা কোহলি-রোহিতের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। যদিও সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।  

চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ওই সফরে অসিদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারতীয়রা। এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ও রোহিতের শেষ ম্যাচ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ ইঙ্গিত দিয়েছেন, এই সময়ের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়াতে বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হতে পারে কোহলি-রোহিতের জন্য সাজানো বিদায় অনুষ্ঠান।

গণমাধ্যমকে গ্রিনবার্গ বলেন, ‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’ 

রোহিত-কোহলিদের সংবর্ধনা নিয়ে গ্রিনবার্গ বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় রয়েছেন দুই কিংবদন্তি। ২০২৭ বিশ্বকাপ খেলেই হয়তো ৫০ ওভারের ফরম্যাটকেও বিদায় জানাবেন তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]