টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:১৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:১৭:২২ অপরাহ্ন
টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দিনগত রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিনের ছেলে শাওন (১২) ও হাবিল উদ্দিনের ছেলে নাঈম (১০)।

পরিবার সূত্র জানায়, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে পায়ের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]