করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু

আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:১০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:১০:১২ পূর্বাহ্ন
করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সঞ্জয় ছিলেন একজন ব্যবসায়ী। প্রতিবেদন অনুযায়ী, পোলো খেলার সময় সঞ্জয় অসুস্থ হয়ে পড়েন। সুহেল শেঠও টুইটারে শোকবার্তা শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘@sunjaykapur-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত: তিনি আজ ইংল্যান্ডে মারা গেছেন: এটি একটি ভয়ানক ক্ষতি এবং তার পরিবার এবং @sonacomstar-এর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা… ওঁ শান্তি।’

কাকতালীয়ভাবে, সঞ্জয় কাপুরের শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি কয়েক ঘন্টা আগেই ছিল। যখন তিনি বৃহস্পতিবার বিকেলে বিমান দুর্ঘটনায় নিহত Air India যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে সঞ্জয়ের মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গেই করিশ্মার সঙ্গে দেখা করতে এসেছিলেন সইফ আলি খান, করিনা কাপুর, অমৃতা আরোরা, মালাইকা আরোরা-রা।

সঞ্জয় এবং করিশ্মা কাপুর ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০১৬ সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ২০১০ সালে করিশ্মা তাঁর ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বইয়ের বাড়িতে চলে যান। ২০১৪ সালে, তাঁরা তাদের বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত নেন এবং বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করে। ডিভোর্সের পর দুই সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান করিশ্মা। এরপর থেকে কিয়ান ও সামায়রা মুম্বইতেই বড় হয়েছে। যদিও সঞ্জয়ও ডিভোর্সের আগে ছেলেমেয়েদের কাস্টেডি পাওয়ার অনেক চেষ্টাই করেছিলেন।

এরপর সঞ্জয় কাপুর ২০১৭ সালের এপ্রিলে বিয়ে করেন প্রিয়া সচদেবকে। এবং ২০১৮ সালের ডিসেম্বর মাসে দম্পতি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]