মহানগরীতে ছিনতাই মামলার আসামি কিউট গ্রেফতার

আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৮:২৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৮:২৪:০৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট‘কে (২১), গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (১৩ জুন) ভোর পৌনে ৪ টায় মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), সে মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিক্সায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন), জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তিতে মহিলার ডান হাতের আঙুলে আঘাত লাগে। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

অবশেষে শুক্রবার দিবাগত রাত পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেফতার করে এসআই মোঃ শাহ আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হাসান মোক্তাদ্দির সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। শুক্রবার সকালে তাকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]