বান্দরবানে পর্যটকদের মৃত্যু: ‘ট্যুর এক্সপার্ট’ অ্যাডমিন গ্রেপ্তার

আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:১৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:১৩:২৯ অপরাহ্ন
বান্দরবানের আলীকদমে ক্রিসতং-রুংরাং পাহাড়ে ট্র্যাকিং করতে এসে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজের ঘটনা ঘটেছে। এতে ‘গাফিলতির অভিযোগে’ ফেইসবুক ভিত্তিক একটি ট্যুর গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৪ জুন) সকালে বর্ষাকে আসামি করে আলীকদম থানায় মামলা দায়ের করেন নিহত পর্যটক স্মৃতি আক্তারের পিতা হাবিবুর রহমান। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে বিবাদী বর্ষা ইসলাম বৃষ্টি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। গত ৮ জুন তার ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে আলীকদমের উদ্দেশে রওনা হন স্মৃতি আক্তার। এরপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গত ১৩  জুন আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁকে নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও পর্যটকদের তিনি অবগত করেননি। গত ৯ জুন দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে তাদের ট্যুর টিম রওনা হয়। পরে গত ১০ জুন ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশে যান বর্ষা। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মো. হাসান চৌধুরী শুভর মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠালে গত ১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে গত ১২ জুন শেখ জুবাইরুলের মরদেহ এবং ১৩ জুন স্মৃতি আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করলেও এখনও মো. হাসান চৌধুরী শুভ নিখোঁজ রয়েছেন।

মামলার বাদী মো. হাবিবুর রহমানের দাবী, ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির অবহেলা ও অদক্ষতার কারণেই তার মেয়ে স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে। 

ওসি মির্জা জহির উদ্দিন জানান, নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার বলেন, পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ট্যুর অপারেটর এজেন্সিগুলোর আরও বেশি দক্ষতা থাকা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য ট্যুর অপারেটর ও গাইডদের সতর্কতা অবলম্বন করা জরুরি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]