চাঁদপুরে গ্রাম পুলিশ সদস্যের ঘরে মিললো ২০ বস্তা সরকারি চাল

আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩১:১৮ অপরাহ্ন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নে স্বপন সাহা নামের এক গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত স্বপন সাহার বসতঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গেল কয়েকদিন ধরে স্বপন সাহা কয়েকজনের কাছে চাল বিক্রি করছিলেন। এরই ধারাবাহিকতায় সকালে একজনকে তার বাড়ি থেকে চাল নিয়ে বের হতে দেখে স্থানীয়রা তার বাসায় ঢুকে তল্লাশি করে। এ সময় সেখান থেকে ৫০ কেজি ওজনের নয়টি বস্তা, ৩০ কেজি ওজনের পাঁচটি বস্তা এবং ১২টি খালি বস্তা উদ্ধার করেন স্থানীয়রা। সবশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, চালগুলো ভিজিএফের। এগুলো কিনেছি। আমার নামের কয়েকটি কার্ডও আছে।

ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আযহা উপলক্ষে ২ হাজার ১২৮ টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহা বিতরণ করার কথা রয়েছে। এখন এসে শুনি চালগুলো স্বপনের ঘরে পাওয়া গেছে।

ইউএনও ইবনে আল জাবেদ হোসেন বলেন, ঘটনাস্থলে এসে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]