পর পর ছবিতে নগ্নতা! খোলামেলা দৃশ্য নিয়ে ছুতমার্গ সরিয়েছেন রাধিকা আপ্তে?

আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৫৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৫৭:০৯ অপরাহ্ন
প্রতিটি ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রাধিকা আপ্তে। সাহসী ও শক্তিশালী চরিত্রে যেন অনায়াসে নিজেকে মিলিয়ে দিতে পারেন তিনি। অভিনেত্রীর অনুরাগীরা এমনই মনে করেন। এমনকি, চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতাকেও স্বাভাবিক রূপ দিয়েছেন রাধিকা। বলা ভাল, ভারতীয় ছবিতে নগ্নতা নিয়ে ছুতমার্গ বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন অভিনেত্রী।

চিত্রনাট্যের প্রয়োজন হলেও, বহু অভিনেত্রী আজও পর্দায় নগ্নতায় স্বচ্ছন্দ নন। সেই জায়গায় রাধিকা বার বার ঝুঁকি নিয়েছেন। কখনও নগ্ন দৃশ্যে অভিনয়, কখনও আবার সম্পূর্ণ প্রসাধনহীন চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কর্ণ কান্ধারির ছবি ‘সিস্টার মিডনাইট’ ছবিতে রাধিকার নগ্ন দৃশ্য রয়েছে। টুবি নামে এক ওটিটি মঞ্চে সেই ছবি ‘এ’ শংসাপত্র-সমেত চলছে। তবে সেন্সর বোর্ডের নির্দেশ, সেই দৃশ্যটি ছবি থেকে মুছে ফেলতে হবে। তবে এই প্রথম নয়। দেখে নেওয়া যাক, কোন কোন ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে রাধিকাকে—

‘দ্যাট ডে আফটার এভরিডে’: অনুরাগ কাশ্যপের স্বল্প দৈর্ঘের ছবিতে দেখা গিয়েছে রাধিকাকে। ছবিতে রাস্তাঘাটে তিন মহিলার হেনস্থার চিত্র তুলে ধরা হয়েছে। ছবিতে রাধিকার নগ্ন দৃশ্য নেই। কিন্তু রাধিকার চরিত্রটির মুখে ছিল না কোনও প্রসাধন। তার বদলে চোখেমুখে ভরা ছিল কালশিটে। অত্যাচারের জেরে শরীরের উপর কী প্রভাব পড়ে, তা অভিব্যক্তির মাধ্যমে তুলে ধরেন রাধিকা।

‘বদলাপুর’: বরুণ ধওয়ান অভিনীত এই ছবিতে কোকো নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বরুণ ধওয়ান তাঁর পোশাক খুলছেন, এমন একটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধুই খোলামেলা দৃশ্য নয়। তাঁর অভিনয়কেও কুর্নিশ জানিয়েছিলেন অনুরাগীরা।

‘পার্চড’: রাধিকার অভিনয় জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ছবি। ছবির একটি নগ্ন দৃশ্য ছড়িয়ে প়ড়িয়েছিল। তা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে রাধিকা বলেছিলেন, “মহিলার দেহমাত্রই তা যৌনতার প্রতীক নয়।”

‘ম্যাডলি’: অনুরাগ কাশ্যপের এই ছবিতে অর্চনা নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। দাম্পত্যে অত্যাচারিত হওয়ায় আতঙ্ক তাড়া করে বেড়ায় রাধিকা অভিনীত চরিত্রটিকে।

‘দ্য ওয়েডিং গেস্ট’: এই ছবিতে দেব পটেলের বিপরীতে দেখা গিয়েছে রাধিকাকে। ছবিতে দু’জনের মধ্যে একটি যৌন দৃশ্য ছিল। সেই দৃশ্য সামাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে যৌনতার জন্য শুধু নয়, দৃশ্যে দু’জনের আবেগপ্রবণ অভিনয় আলোচিত হয়েছিল।

‘সিস্টার মিডনাইট’: উমা নামে এক মহিলার চরিত্রে অভিনয় করেন রাধিকা। সম্বন্ধ করে বিয়ে হয় তার। তবে সেই বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নয় উমা। এই ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]