বিএনপির গ্রুপিং দ্বন্দে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:১২:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:১২:১৭ পূর্বাহ্ন
বিএনপিতে কর্মীদের ঐক্যের চেয়ে প্রাধান্য পাচ্ছে “আমি বনাম সে ” মনোভাব। ঝিনাইদহ জেলারকালীগঞ্জ উপজেলা বিএনপির অন্তর্দ্ব›দ্ব ও দলীয় গ্রæপিংয়ে অতিষ্ঠ নেতাকর্মীরা দলের মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছেন।
এতে গভীর বেদনা, ক্ষোভ এবং অগাধ উদ্বেগের সাথে অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং
, নেতৃত্বহীনতা এবং পক্ষপাত দুষ্ট আচরণের কারণে দল ধ্বংসের দারপ্রান্তে উপনীত বলে দাবি করা হয়। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে ব্যক্তিগত আক্রোশ, আধিপত্যের দ্ব›দ্ব এবং সুবিধাবাদী মানসিকতা জনসমর্থনকে নিষ্ক্রিয় করে ফেলছে এবং রাজনৈতিক আদর্শ, জনসম্পৃক্ত কর্মসূচি কিংবা কর্মীদের ঐক্যের চেয়ে প্রাধান্য পাচ্ছে “আমি বনাম সে” মনোভাব, এমন অভিযোগও আনা হয় ওই চিঠিতে। 

পূর্বাঞ্চলের বহু নিবেদিত প্রাণ নেতা-কর্মী বাড়ি ছাড়া, পরিবারে আতঙ্কে, মাঠে নেই কোনো কার্যকর সাংগঠনিক কর্মসূচি। অথচ জেলা বিএনপি কিংবা বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ এই সংকটে নির্লিপ্ত, পক্ষপাত দুষ্ট এবং প্রায় নিষ্কিয়। অন্যদিকে কোনো পক্ষকে পরোক্ষ ভাবে সমর্থন দিয়ে তারা দ্ব›দ্বকে আরও গভীর করছে বলে একঝাঁক তরুণ নিবেদিত প্রাণএকনিষ্ঠ কর্মীদের নামে দেওয়া ওই চিঠিতে জানানো হয়।

এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে কালীগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইউনিটকে হারিয়ে ফেলবে কি-না দল এবং দলের হাইকমান্ড নির্বাচন আসা পর্যন্ত অপেক্ষা করছেন কি-না, যখন মাঠে কোনো সংগঠিত বিএনপি থাকবেনা এমন প্রশ্নও রাখেন তারা। পাশাপাশি দলের কাছে চার দফা অনুরোধ জানানো হয় ওই চিঠিতে তা হলো- কালীগঞ্জ উপজেলা বিএনপির কোন্দল নিরসনে জরুরি ভিত্তিতে একটি তদন্ত টিম পাঠানো, অব্যাহত পক্ষপাতিত্ব মূলক আচরণ থেকে বিরত থাকার জন্য জেলাও বিভাগীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়া, স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের জন্য কেন্দ্রীয় ভাবে একটি আন্তঃসংলাপ সভার আয়োজন করা, অবহেলিত, ত্যাগী, মাঠকর্মীদের নিয়ে একটি নতুন মূল্যায়ন ভিত্তিক সাংগঠনিক পূনর্গঠনের পদক্ষেপ নেওয়া।

পরিশেষে কিছু মানুষের লোভ, হীনমন্যতা এবং ক্ষমতা লিপ্সা যেন বিএনপির ত্যাগ, আন্দোলন ও আদর্শকে বিনষ্ট করতে না পারে এই চিঠির মাধ্যমে সেই আহবান জানান তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]