মেসির চমৎকার গোলে ইন্টার মায়ামির জয়োল্লাস

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৩:১০:৪৩ অপরাহ্ন
ম্যাচের শুরুতেই লাগল গোল হজমের ধাক্কা। প্রথমার্ধের পুরোটা সময় দ্বিতীয় সেরা দল হয়ে রইল ইন্টার মায়ামি। তবে, বিরতির পর দ্রুত পাল্টে গেল দৃশ্যপট। সমতায় ফেরার খানিক বাদেই দৃষ্টিনন্দন গোলে ব্যবধান গড়ে দিলেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপের পরের ধাপে ওঠার সম্ভাবনা জোরাল হলো ই্টার মায়ামির।

আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

প্রতিযোগিতাটির নতুন ও পুরোনো সংস্করণ মিলিয়ে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশুন্য ড্র যাত্রা শুরু করে মেসি-সুয়ারেসরা।

প্রথম জয়ের খোঁজে ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি মায়ামির। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের জোয়াও মারিওকে ডি-বক্সে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার অ্যালেন, ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তা থেকেই পোর্তোকে এগিয়ে নেন সামু ওমোরদিওন।

গোলটির আগে-পরে দারুণ দুটি সুযোগ তৈরি করেন রেকর্ড ব্যালন দ’র জয়ী মেসি। প্রথমবার তার পাসে ঠিকমতো সংযোগ করতে পারেননি লুইস সুয়ারেস, যদিও তিনি অফসাইডে ছিলেন। দ্বিতীয়বার অবশ্য সতীর্থের চমৎকার থ্রু বল ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন তারকা স্ট্রাইকার, কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন ক্লাওদিও রামোস।

বিরতির আগে ভাগ্য সহায় হলে ব্যবধান দ্বিগুণ করতে পারতো পোর্তো; কিন্তু বক্সের বাইরে থেকে আলান ভারেলার শট পোস্টে বাধা পায়।

প্রতিপক্ষের ডি-বক্সে প্রথমার্ধে মাত্র ছয়বার বলে স্পর্শ করতে পারা মায়ামি বিরতির পর খেলা শুরু হতেই গোল পেয়ে যায়। ৪৭তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে পাঠান সেগোভিয়া।

৫৪তম মেসির জাদুকরী নৈপুণ্যে এগিয়ে যায় মায়ামি। ডি-বক্সের একটু বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা। দুর্দান্ত ফ্রি কিকে ডানদিকের ওপরের কোণা দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা।

সময় গড়ানোর সঙ্গে মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু শেষটা সুখকর হলো না দলটির।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস।

সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে।

গ্রুপে শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে পালমেইরাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। একই সময়ে আরেক ম্যাচে মুখোমুখি হবে পোর্তো ও আল আহলি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]