মায়ের সিনেমা দেখতে পছন্দই করেন না কাজলের দুই ছেলে-মেয়ে!

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন
নব্বইয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রী রবীণা ট্যান্ডন হিট হিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছিলেন। এখন তাঁর মেয়ে রাশা থাডানিও তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে কেবল রাশা নন অনন্যা থেকে সুহানা অনেক স্টার কিডই এখন বলিউডে কাজ করছেন। কাজলের মেয়ে নাইসা দেবগনও কি চলচ্চিত্র জগতে পা রাখার পরিকল্পনা করছেন? ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন কাজল।

কাজলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, রাশা যেমন তাঁর মা রবীণার উত্তরাধিকার বহন করছে, তেমন করেই কি নাইসাও তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে? প্রশ্নে কাজল বলেন, ‘না, আমার মনে হয় না ও তা করবে। ও সিনেমায় আগ্রহী নয়। আমি আমার পরিবারের সব বাচ্চাদের ভালোবাসি এবং আমি চাই ওঁরা এমন কিছু করুক যা করতে ওঁদের ভালো লাগে। আমি মনে করি তাতেই ওঁরা সফল হবে।’

কাজল আরও জানান করেছে যে, তাঁর সন্তানরা এখনও তাঁর 'মা' ছবিটি দেখেনি। কিন্তু অভিনেত্রীর সন্তানরা তাঁর অভিনয় দেখে কী বলেন? প্রশ্নে কাজল বলেন, ‘আমার সন্তানরা আমার ছবি পছন্দ করে না কারণ সেগুলিতে আমাকে কাঁদতে হয়। ওঁরা পর্দায় মাকে কাঁদতে দেখতে পছন্দ করে না। নাসা এবং যুগ আমাকে কাঁদতে দেখে বেশ কষ্ট পায়। আমি ওঁদের বলেছি এটা নকল, কিন্তু ওঁরা তা বুঝতে পারে না।’

প্রসঙ্গত, রাশা অজয় ​​দেবগনের ভাগ্নে আমান দেবগনের সঙ্গে ‘আজাদ’ ছবিতে অভিনয় করে বলিউডে ডেভিউ করেন। এই ছবিতে অজয় ​​নিজেও অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, সিনেমায় ‘উই আম্মা’ গানে রাশার নাচ তাঁকে খ্যাতি এনে দেয়।

কাজলের আসন্ন ছবি
কাজল তাঁর আসন্ন ছবি ‘মা’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। বিশাল ফুরিয়া পরিচালিত এই পৌরাণিক ভৌতিক নাটকে তিনি ছাড়াও অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মা। চন্দ্রপুরের কাল্পনিক গ্রামে পটভূমিতে নির্মিত এই গল্পটি একজন মা এবং তাঁর মেয়ের গল্প যারা তার স্বামীর রহস্যময় মৃত্যুর পর তার শহরে যায়। কিন্তু একটা রাক্ষসী অভিশাপ আবিষ্কার করে, যা তাদের জীবনকে বিপদের মুখে ফেলে। ছবিটি ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]