ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৪:১৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত হয়ে বাবা-ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পরেদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর মোহাম্মদ আলী ওই গ্রামের তসির উদ্দীনের ছেলে। আহত বাবা ও ছেলের বাড়িও পরদেশীপাড়া গ্রামে বলে জানা গেছে।

জানা গেছে, জমিতে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের সেখানেই মৃত্যু হয়। সঙ্গে থাকা মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপতালে ভর্তি করা হয়।

স্থানীয় জানান, দুপুর থেকে পরদেশীপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মশিউরসহ ৬/৭ জন মাঠে রোপা আমন রোপণের কাজ করছিল। বিকেল ৪টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলী। এ সময় আহত হয়েছে সাব্বির ও তার বাবা মশিউর রহমান। 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের সময় সবাইকে সচেতন হতে হবে। তা না হলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব নয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]