বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ, আগস্ট থেকে কয়লা উত্তোলনের সম্ভাবনা

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৯:০৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৯:০৮:৪৩ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের ১৩০৫ নং কোল ফেইসের মজুদ কয়লা শেষ হওয়ায় ভূগর্ভ থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভূগর্ভের নতুন ১৪০৬ নং কোল ফেইস দিয়ে কয়লা উত্তোলনের জন্য আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।

কয়লাখনি সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে কয়লাখনি ভূগর্ভের ১৩০৫নং কোল ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। ওই কোল ফেইসের কয়লার মজুদ শেষ হওয়ায় সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এই কোল ফেইস থেকে ৫ লাখ ১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ভূগর্ভের ১৩০৫ নং কোল ফেইসের যন্ত্রপাতি নতুন ১৪০৬ নং কোল ফেইসে স্থানান্তর করা হচ্ছে। এজন্য কয়লা উত্তোলন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম-চলতি দায়িত্ব) খান মোহাম্মদ জাফর সাদিক বলেন. ভূগর্ভে বন্ধ হয়ে যাওয়া ১৩০৫ নং কোল  ফেইসের যন্ত্রপাতি নতুন ১৪০৬ নং কোল ফেইসের উন্নয়ন কার্যক্রমের জন্য স্থানান্তর করা হচ্ছে। ১৪০৬ নং কোল ফেইসের উন্নয়ন কার্যক্রম শেষ করে আগামী আগস্ট মাস নাগাদ এই কোল ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হবে। আশা করা যাচ্ছে এই ১৪০৬ নং কোল ফেইস থেকে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন কয়লা পাওয়া যেতে পারে।

এদিকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সচল রাখতে আপদকালীন সময়ের জন্য বিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ডে বর্তমানে ৪লাখ ৭০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিয়টের মধ্যে ১নং ও ৩নং ইউনিট সচল রেখে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটির জন্য ২নং ইউনিটটি বন্ধ থাকায় এ ইউনিট থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, কয়লাখনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে নতুন কোল ফেইসের উন্নয়ন কাজ পরিচালনার জন্য সাময়িকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ থাকে। তবে দ্রুততম সময়ের মধ্যে নতুন কোল ফেইসের উন্নয়ন কাজ শেষ করে কয়লা উত্তোলন শুরু করা হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]