দড়ি দিয়ে বেঁধে আ. লীগ নেতা আজিজুল ইসলামকে পুলিশে সোপর্দ

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৯:৫৯ অপরাহ্ন
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পুলিশে সোপর্দ করেছে জনতা। 

মঙ্গলবার (২৪ জুন) রাতে রাজধানীর গ্রীনরোডের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে সেখান থেকে তাকে আটক করেন বিক্ষুব্ধ জনতা। পরে একটি রুমের মধ্যে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘গত ১৭ বছর দেশটাকে খেয়েছে গিলে। এখন দোয়া-দুরুদ পড়ছে। পড়তে দেন,পড়তে দেন।’ 

জানা গেছে, ২০১৯ সালের ৫ মার্চ বেলা ১১টার দিকে ভোলায় বিএনপির সমাবেশে হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ এবং সাবেক এমপি আলী আজম মুকুল, নুরনবী চৌধুরী শাওন ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ ৪০০ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.আরিফ হোসাইন। তিনি মামলার অন্যতম আসামি আজিজুল ইসলাম।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আমি শুনেছি ঢাকায় আজিজুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। কোন মামলায় এবং ঢাকার কোন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সে বিষয়ে জানা নেই। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে।

উল্লেখ্য,গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরই আত্নগোপনে চলে যান আজিজুল ইসলাম। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]