বাঘায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৪:৩১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৪:৩১:১০ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়, তামাক বিরোধী নীতিমালা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন, তামাক ব্যবহারে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, শারীরিক ক্ষতি সম্পর্কে  উপস্থাপন করা হয়।

এ সময়  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা পঃপঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জান আসাদ, উপজেলা কৃষি  অফিসার শফিউল্লাহ সুলতান, থানা অফিসার ইনচার্জ আফম আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ খ ম হাসান, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান।

এ সময় বক্তারা ধূমপান ও তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং তা থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করেন। এতে করে প্রশিক্ষণার্থীরা তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন। 

প্রশিক্ষণে ধূমপান ও তামাক ব্যবহারের কারণে সৃষ্ট রোগ এবং অর্থনৈতিক ক্ষতির বিষয়গুলিও তুলে ধরা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হন এবং এই বিষয়ে অন্যদেরও সচেতন করার প্রতিশ্রুতি দেন। 

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যক্তি জীবনে ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে বলেন, ধূমপানের কারণে মানুষের ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের ক্যান্সার হতে পারে। এজন্য তিনি সবাইকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, দেশে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের তামাক দ্রব্য ও মাদক সেবন থেকে বিরত রাখতে হবে। আর সে কাজে আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যাবো। বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে তামাক দ্রব্য পাশাপাশি মাদক বিরোধী অভিযান প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। উপজেলার মানুষকে ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলেও তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের  প্রশাসক, প্যানেল চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]