
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা হতে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোকন মিয়া(৫৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ২টায় রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীত দিকে ঢাকা টু রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক সাইদুল ইসলামের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ খোকন মিয়া নোয়াখালী জেলার সুধারাম থানাধীন চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মেদের ছেলে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-১২।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।