১২৭ জনের বিরুদ্ধে মিষ্টি জান্নাতের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৮:০৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৮:০৯:৪৮ অপরাহ্ন
মানহানিকর মন্তব্যের জন্য তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীসহ মোট ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত।

বুধবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নামসহ ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী। 

‘এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার আইনজীবি এবং আমার ফ‍্যান-ফলোয়ার ও পরিবার কাজ করছেন।’

তিনি আরও বলেন, অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।

এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]