
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা হতে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ টিটু সিকদার (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ টিটু সিকদার বরগুনা জেলার বেগাতী থানাধীন দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া) গ্রামের মোঃ রহিম সিকদারের ছেলে।
বুধবার সকালে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।