মেয়ে নাইসার প্রশংসায় পঞ্চমুখ কাজল

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৮:৩২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৮:৩২:৫০ অপরাহ্ন
তারকা সন্তান, ছবির জগতে তাদের এন্ট্রি হোক অথবা না হোক, তাঁদের নিয়ে চর্চা হয় অফুরন্ত। কোথায় কোন পার্টিতে তারা কখন যাচ্ছেন, কোন মন্দিরে পুজো দিচ্ছেন, কোন বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন, সবকিছুই হয়ে যায় খবর। তবে এই ভালো দিকের পাশাপাশি যে খারাপ দিকটি রয়েছে সেটি হল, সামান্য বেচাল দেখলেই তারকা সন্তানদের নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।

তেমনি একজন তারকা সন্তান হলেন কাজলের মেয়ে নাইসা দেবগন। গায়ের রঙ নিয়ে হোক অথবা মধ্যরাতে পার্টি করে ফেরা হোক, অজয়ের মেয়েকে নিয়ে চর্চা চলতে থাকে মাঝেমধ্যেই। যদিও সেই বিষয় নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ এই তারকা সন্তান, আর এই গুণকেই হাইলাইট করলেন কাজল।

সম্প্রতি জুমের সঙ্গে একটি সাক্ষাৎকারে কাজল মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘আমি যখন ওকে দেখি তখন মনে হয়, এমন মেয়েই সকলে চায়। আমার মেয়ের মধ্যে সবথেকে আশ্চর্যজনক গুণ হল, ও সহজে রেগে যায় না বা কোনও বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানায় না চট করে।’

মেয়ের প্রশংসায় কাজল আরও বলেন, ‘সকলে ভালো আচরণ আশা করেন আমাদের থেকে, আর সেটা আমার মেয়ে খুব ভালো করেই জানে। কখনও ওর দিকে খারাপ মন্তব্য ধেয়ে এলেও ও কিছু বলে না। হাসিমুখে পুরোটা হ্যান্ডেল করে ও। ওর এই দক্ষতার জন্য আমি সত্যিই ভীষণ গর্ববোধ করি।’

আগামী ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পৌরাণিক ভৌতিক ছবি ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কাজল। ছবিতে কাজল ছাড়াও অভিনয় করছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং, জিতিন গুলাটি, খেরিন শর্মা, সূর্যশিখা দাস, ইয়ানিয়া ভরদ্বাজ এবং রূপকথা চক্রবর্তী।

‘মা’ ছবির পর কাজলকে দেখতে পাওয়া যাবে চরণ তেজ উৎপলপতি পরিচালিত মহারাগ্নি ছবিতে। কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ, প্রভু দেবা, যিশু সেনগুপ্ত, আদিত্য শীল এবং প্রমোদ পাঠক।

‘মহারাগ্নি’ ও ‘মা’ ছাড়া কাজল করণ জোহরের প্রযোজনায় ‘সরজমিন’ নামক একটি ছবিতে অভিনয় করবেন, যেখানে কাজলের সঙ্গে অভিনয় করবেন পৃথ্বীরাজ সুকুমারণ, ইব্রাহিম আলি খান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]