‘একটাই জীবন, লোকে কী বলছে’ ৪ নম্বর বিয়ে করবেন! জবাব শ্রাবন্তীর

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:৫৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:৫৫:৫২ অপরাহ্ন
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাজের থেকেও, তাঁর বিয়ে-ডিভোর্স তথা ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন বেশি হতে শোনা যায়। তিনবার ভেঙেছে বিয়ে। কিন্তু ভালোবাসায় ভরসা রাখেন অভিনেত্রী। সম্পর্কের প্রতি তাঁর বিশ্বাস এখনও অটুট, এমন কী বিয়েতে এখনও বিশ্বাস রাখেন নায়িকা! এবার সেই কথাই বললেন শ্রাবন্তী।

এই প্রসঙ্গে ফিভার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি আমার বাবা-মাকেও দেখেছি। আমি মনে করি যাঁরা বিয়ে করছেন, তাঁরা ভালো থাকুন। তাঁদের যেন একে অপরের প্রতি স্বচ্ছ্বতাটা বজায় থাকে। কেন বিয়ে করবে না? এটা তো আমরা বহু বছর ধরে দেখে আসছি।’

কিন্তু নায়িকার কোনও বৈবাহিক সম্পর্কই স্থায়িত্ব লাভ করেনি। কোথায় তবে ভুলটা ছিল? এই প্রশ্নে শ্রাবন্তী জবাব দেন, ‘আমার যেটা ভুল ছিল, আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম, যেটা হয়তো আমার আরও ভালো করে বুঝে নিয়ে করা উচিত ছিল। আসলে আমি তো খুব ইমোশানল একজন মানুষ। সেখানে আমার মনে হয়, আবেগে না ভেসে, আরও বাস্তব বুদ্ধি দিয়ে জীবনটাকে দেখা উচিত ছিল। আমি বলব নিজের ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মানটা যেখানে বজায় থাকবে সেখানে এগিয়ে যাওয়া উচিত।’

পাশাপাশি নায়িকা আরও বলেন, ‘একটাই জীবন, তাই লোকে কী বলছে না বলছে, সেটা দেখে এগিয়ে যাওয়া উচিত নয়। নিজের মন যেটা বলছে, যেটা করলে আপনার ধারণা আপনার ভালো হবে, সেটাই করা উচিত। কারণ কেউ পুরোপুরি কারুর জায়গাটা অনুভব করতে পারে না। তাই নিজেকেই নিজের ভালোবাসা উচিত সবার আগে।' যদিও ফের বিয়ে বা প্রেম বা সংসার করা নিয়ে সেভাবে কোনো কথা বলেননি। অভিনেত্রীর পুরো ফোকাস বর্তমানে কাজ। সাম্প্রতিক সময়ের একাধিক সাক্ষাৎকারে, সেটা স্পষ্ট করে দিয়েছেন বারংবার।

প্রসঙ্গত, বয়স ১৮ হওয়ার আগেই, পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন নায়িকা। এই বিয়ে সূত্রেই ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুকে জন্ম দেন তিনি। তারপর অবশ্য ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। এরপর শ্রাবন্তী ফের প্রেমে পড়েন, ফের বিয়ের পিঁড়িতে বসেন কৃষাণ ব্রিজের সঙ্গে। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র ১ বছর। তারপর ফের তৃতীয় বার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। এক গুরুদুয়ারাতে গিয়ে প্রায় চুপিচুপিই দু'জনে বেঁধেছিলেন গাঁটছড়া। কিন্তু দেখা যায় যে, বছর ঘোরার আগেই, দু'জনের সমস্যা শুরু। ছাদ আলাদা হয় রোশন ও শ্রাবন্তীর। তারপর চলতি বছরের এপ্রিল মাসে দু'জনে আইনিভাবে আলাদা হয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]