ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ টানলেন রথের দড়ি

আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৪:৩৬:২৬ অপরাহ্ন
তপ্তরোদকে তোয়াক্কা না করে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার (২৭ জুন) দুপুর আড়াইটায় শুরু হয় এই ঐতিহ্যবাহী রথযাত্রা।

খোল, করতাল, শঙ্খ ও নানা বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পাঁচ হাজারেরও বেশি নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুর অংশগ্রহণে শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে খালি পায়ে শুরু হয় রথ টানা। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথ গিয়ে পৌঁছায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির চত্বরে।

রথযাত্রার শুরু ও শেষে দুই মন্দিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গীতাপাঠ, ধর্মীয় সঙ্গীত ও মহাপ্রসাদ বিতরণ। অংশগ্রহণকারীদের রঙিন পোশাক ও পরিপূর্ণ ভক্তি-ভাব ছিল রথযাত্রার অনন্য বৈশিষ্ট্য।

শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক এবং সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা টুনটুন, শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত, সহসভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে শিব মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে শ্যামা কালী মন্দিরে গিয়ে শেষ হয়েছে। আগামী ৭ দিন পর শ্যামা কালী মন্দির থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে রথটি পুনরায় শিব মন্দিরে ফিরিয়ে আনা হবে।

রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে প্রশাসন। ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছিল।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সার্বিকভাবে এই রথযাত্রা ছিল ধর্মীয় ভক্তি, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]