ফরিদপুরের ওয়ার্কশপ শ্রমিক হত্যার ঘটনায় রাজশাহীতে প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:০২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:০২:১২ অপরাহ্ন
 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের এক ওয়ার্কশপ শ্রমিক খুনের অন্যতম আসামি মোঃ ইসমাইল বেপারীকে (১৮) গ্রেপ্তার করেছে। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকার আওয়াল বেপারীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামীদের সাথে ভিকটিমদের পূর্ব হতে এলাকার আধিপত্য বিস্তার, বট গাছের জট কাটা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ মে রাত আনুমানিক ৯টার দিকে ভিকটিম ইয়াসিন খালাসীকে (১৬) মোবাইল ফোনে ইসমাইল বেপারীকে বাড়ীর পার্শ্বে ধান ক্ষেতে ডেকে নিয়ে যায়। উক্ত স্থানে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা অপর আসামীগন তাদের হাতে থাকা ধারালো রামদা, ধারালো চাকু, লোহার হাতুড়ী, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ আরো দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে।

ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে ১নং আসামীর হুকুমে ২নং আসামী ও ধৃত ৯নং আসামী চাকু দিয়ে পেটে আঘাত করে ভুড়ি বের করে দেয়। অপর আসামীগন লোহার রড, লোহার হাতুড়ী, হকিস্টিক দিয়ে ভিকটিমকে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত কাটা জখম করে। ধৃত আসামীগন মৃত্য নিশ্চিত করার জন্য কিল-ঘুষি, লাথিসহ এলোপাথারি ভাবে মারপিট করে নিহত ভিকটিমকে ধান ক্ষেতের ভিতরে ফেলে রেখে যায়। পরবর্তীতে  ভিকটিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

উক্ত নারকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় ভাঙ্গা থানায় নিহত ভিকটিম এর পিতা বাদী একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখে। আসামীদের গ্রেফতারে এলাকায় মানববন্ধন ও জনসাধারণে ব্যাপক বিক্ষোভ হয়।

আসামীদের গ্রেফতারে র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে সোমবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পালিয়ে থাকা অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।

উক্ত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]