কোরআনে বর্ণিত যে ১০ শ্রেণির মানুষকে আল্লাহ অপছন্দ করেন

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১৮:০৮ অপরাহ্ন
ভালোবাসা মানুষের স্বভাবজাত একটি বিষয়। মহান আল্লাহর ভালোবাসা ঈমানের অঙ্গ। মুমিনরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ঈমানের স্বাদ ও তৃপ্তি মানুষ যতটুকু অনুভব করবে, সে অনুপাতে তার ভালোবাসা বাড়বে।

আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারা বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর মহান আল্লাহ যে ১০ শ্রেণির মানুষকে ভালোবাসেন না -- পবিত্র কোরআনে তিনি নিজেই তা বলেছেন। এর মধ্যে --
 
এক. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ  অর্থ: আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ১৯০)
 
দুই. وَ اللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیۡمٍ অর্থ: আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ২৭৬)
 
তিন. فَاِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡكٰفِرِیۡنَ  অর্থ: আল্লাহ অকৃতজ্ঞ ব্যক্তিদের ভালোবাসেন না। (সুরা আলে ইমরান: ৩২)

চার. وَ اللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ অর্থ: আল্লাহ জালেমদের (অত্যাচারী) ভালোবাসেন না। (সুরা আলে ইমরান: ৫৭) 
 
পাঁচ. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡفَرِحِیۡنَ অর্থ: আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না। (সুরা কাসাস: ৭৬)
 
ছয়. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنۡ كَانَ مُخۡتَالًا فَخُوۡرَا অর্থ: নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে। (সুরা নিসা: ৩৬) 
 
সাত. اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡتَكۡبِرِیۡنَ অর্থ: আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। (সুরা নাহল: ২৩)
 
আট. اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ অর্থ: আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। (সুরা আনআম: ১৪১)

নয়. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡخَآئِنِیۡنَ অর্থ: আল্লাহ আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না। (সুরা আনফাল: ৫৮)

দশ. وَ اللّٰهُ لَا یُحِبُّ الۡفَسَادَ অর্থ: আল্লাহ ফ্যাসাদ-বিপর্যয়কারীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ২০৫)

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]