পুঠিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কে এম রেজা, সম্পাদক রুবেল

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১১:৩২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১১:৩২:৪৮ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক কে এম রেজাকে (দৈনিক যুগান্তর) সভাপতি ও আরিফুল হক রুবেলকে (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পুঠিয়া প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ আরিফ সাদাত এঁর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সভ্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি আরিফ সাদাত (দৈনিক নয়া দিগন্ত), সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (দৈনিক উপচার), ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাসানুল ইসলাম সেন্টু (তরঙ্গ নিউজ, ব্যুরো রাজশাহী), ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসাদ কামাল (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক-১ রকিবুল হাসান সনি (দৈনিক সময়ের আলো) ও সাংগঠনিক সম্পাদক-২ সোহানুর রহমান (দৈনিক যায়যায় কাল), অর্থ বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), দপ্তর সম্পাদক ইমাম হোসেন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম (ক্যামেরাপার্সন, ডিবিসি নিউজ, এনসিএ), ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান কালু (দৈনিক বাংলাদেশ সমাচার)।

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন মাহবুবুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মাহফুজুর রহমান তুহিন (দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কম), মেহেদী দাম (রাজশাহীর সময়)। 

এদিকে জরুরি সভায় সংগঠন এবং পেশাগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন গুরুত্বসহ বিবেচিত হচ্ছে। পুঠিয়ায় জনদুর্ভোগ, ঘুষ-দুর্নীতি, পরিবেশ বিরোধী কর্মকাণ্ড সহ সামগ্রিক উন্নয়ন সম্ভাবনার অন্তরায় সম্পর্কিত বিষয়াবলিকে গুরুত্ব দিয়ে নিজ নিজ সংবাদ পত্রের জন্য প্রতিবেদন তৈরির বিষয়টিকে বরাবরের মতোই গুরুত্ব দিবে এই পূর্ণাঙ্গ কমিটি।

সভায় সভাপতি কে এম রেজা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সর্বদা পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টিকে আমরা অধিক গুরুত্ব সহকারে দেখছি। এটি না হলে একজন সাংবাদিক সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের সহায়ক হতে পারবে না। সাংবাদিকের যে ভূমিকা তা যথাযথ রাখা তার পক্ষে সম্ভব হবে না।

এছাড়াও পুঠিয়ায় সাংবাদিক সংগঠনের নামে ইতোপূর্বে যারা দুর্বৃত্তায়ন করেছে, নানান অন্যায় কাজে জড়িয়ে পেশাকে কলঙ্কিত-কলুষিত করেছে তাদের কারণে এ পেশার প্রতি সমাজের মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দূরীকরণে একটি স্বচ্ছ, সিন্ডিকেটমুক্ত, আপোষহীন, বস্তুনিষ্ঠ-নিরপেক্ষ, বৈষম্যহীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিই আমাদের লক্ষ্য।

বক্তব্যে সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল বলেন, আমাদের সাংবাদিকতা হবে সত্যের পক্ষে, শোষিত মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, একটি কল্যাণ রাষ্ট্রের জন্য। আমরা হতে চাই গণমানুষের কণ্ঠ, সাহসের সারথি। আমরা সাংবাদিকতাকে সত্যিকার অর্থে সমাজের আয়নায় রূপ দিতে চাই। যেখানে মানুষের দুঃখ-দুর্দশা, জীবনের গল্পগুলো শব্দে-শব্দে ফুটে উঠবে। এ লক্ষ্যে ঐক্যের ভিত্তিতে গড়ে উঠা আমাদের পুঠিয়া প্রেস ক্লাব কাজ করবে মানুষের জন্য, পুঠিয়া উপজেলাবাসীর জন্য।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]