নায়িকাদের ঠোঁটে ঠোঁট ছোঁয়ান না সালমান!

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১০:৪৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১০:৪৩:২৩ অপরাহ্ন
গত প্রায় তিন দশক নায়ক সালমান খান। নাম যশ খ্যাতির শিখরে তিনি। আবার বলিউডের অন্দেরর কানাঘুষোও রয়েছে তিনি যেমন যে কোনও নবাগতের জীবন গড়ে দিতে পারেন, চাইলে কারও কেরিয়ার ধ্বংসও করে দিতে পারেন। সালমান বলিউডকে দিয়েছেন একাধিক নতুন নায়িকা, যাঁদের মধ্যে ক্যাটরিনা কইফ অন্যতম। তাঁর প্রেম জীবন নিয়ে বিস্তর চর্চা রয়েছে। তিনি নিজে অবশ্য স্বীকার করেছেন মাত্র ছ’টি সম্পর্কের কথা। সঙ্গীত বিজলানি থেকে ঐশ্বর্যা রাই, সোমি আলি, ক্যাটরিনা কাইফের সঙ্গে নাম জড়ায় তাঁর। যদিও কারও সঙ্গেই ঘর বাঁধা হয়নি, তাই প্রায় ৫৯ বছরের সালমান আজও বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষ!

পর্দায়ও সালমানের ভাবমূর্তি প্রেমিকের। একের পর এক প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না। এখনও পর্যন্ত তাঁর ছবিতে ‘নো কিসিং পলিসি’ বহাল। কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি? নেপথ্য কারণ জানালেন ভাই আরবাজ় খান।

কেরিয়ারের শুরু থেকেই ‘নো কিসিং পলিসি’তে বিশ্বাসী সালমান। যদিও নিজের ব্রত ভেঙেছিলেন মাত্র একবারই তা আবার করিশ্মা কপূরের জন্য। নব্বইয়ের দশকে ‘জিত’ ছবিতে করিশ্মার ঠোঁটে ঠোঁট রাখেন সালমান। তার পর করিশ্মার সঙ্গে জুটি বেঁধে বহু কাজ করেন। পরিচালকদের চাহিদা চুম্বনের। কিন্তু সালমানের জীবনে ‘জিত’-ই প্রথম আর শেষ ছবি।

২০১৭ সালে পরিচালক আলি আব্বাস জ়াফর ক্যাটরিনা কইফের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য চুম্বনের দৃশ্যের অনুরোধ করেন। কিন্তু ফিরিয়ে দেন সালমান। বছর খানেক আগে এক কমেডি শোয়ের মঞ্চে এসে এই ‘নো কিসিং পলিসি’ প্রসঙ্গ উঠতে সালমানের সামনেই তাঁর ভাই আরবাজ় বলেন, ‘‘আসলে ক্যামেরার পিছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’’ ভাইয়ের কথা শুনে গালে লালিমা ছড়ায় সালমানেরও।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]