আমেরিকায় টেক্সাসের নদীতে হড়পা বানে ভেসে মৃত্যু ৫১

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৪১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৪১:১৮ অপরাহ্ন
আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

রবিবার সকাল পর্যন্ত (ভারতীয় সময় অনুসারে) পানিতে ভেসে এই মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন শিশু রয়েছে। নিখোঁজের সংখ্যাও আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকাজে নামানো আপৎকালীন পরিষেবা দফতরের ৮৫০ জনকে। কেউ গাছে বা কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কি না, তা দেখতে নদীর আশপাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।

শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। শনিবার জানা গিয়েছিল, ২৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা।

সপ্তাহান্তের ছুটিতে ‘সামার ক্যাম্প’ করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে ২৭ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানিয়েছেন, ২৭ জন ছাত্রী ছাড়াও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

বন্যার সতর্কতাও সঠিক ভাবে দেওয়া হয়নি বলে স্বীকার করে নিয়েছে টেক্সাস প্রশাসন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই ঘটনার পর হোয়াইট হাউসের কাছে বিপর্যয় পরিস্থিতি ঘোষণার আর্জি জানান। তাঁর সেই আর্জি মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই ট্রাম্প এবং আমেরিকার ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া ট্রাম্প এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]