নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবো: নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:১০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:১০:৪৮ অপরাহ্ন
‘নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবো’ বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৬ জুলাই) এনসিপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এদিনে মাওলানা ভাসানীকে স্মরণ করছি। তিনি এখান থেকে ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। আমাদের যদি নদীর হিস্যা, পানির হিস্যা বুঝে নিতে হয়, সীমান্তকে যদি রক্ষা করতে হয়। তবে এ রাজশাহী শহর থেকে লংমার্চ করবো।’

তিনি বলেন, ‘যারা গণঅভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। ৫ আগস্ট আমাদের আন্দোলনে শুধু স্বৈরাচারের পতন ছিল না। আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ গঠন করা। আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদ জয় করবো।’

এনসিপির এ নেতা বলেন, আগে সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে হাসিনার বিচার ও সংস্কার দেখতে চাই। নতুন সংবিধান দেখতে চাই।

তিনি বলেন, ‘৩ আগস্ট জুলাই সদন ঘোষণা করতে হবে। যারা বলে জুলাই কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নয়। যারা জুলাই আন্দোলনকে সংবিধানের জায়গা দিতে চায় না। যারা জুলাইকে কোনো আইনি কাঠামোর মধ্যে জায়গা দিতে চায় না তারা মুজিববাদ ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা নিজেদের মুজিববাদের পাহারাদার হিসেবে ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]