টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১০৪

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৩:৫৪ অপরাহ্ন
অতি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, বন্যায় এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে টেক্সাসের কের কাউন্টি থেকে ৮৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৮ জনই শিশু। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।

এ ছাড়া ট্র্যাভিস কাউন্টিতে নিহত ৭ এবং নিখোঁজ ১০ জন, বার্নেট কাউন্টিতে নিহত চার এবং নিখোঁজ ‍দুইজন, কেন্ডাল কাউন্টিতে নিহত ৬ জন, উইলিয়ামসন কাউন্টিতে নিহত ২ এবং নিখোঁজ একজন, টম গ্রিন কাউন্টিতে একজনের মৃত্যু হয়।

উদ্ধারকাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। একইসঙ্গে বন্যার কারণে অনেক স্থানে ধ্বংসাবশেষ ও ব্যাপক কাদার কারণে উদ্ধারকর্মীদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, যতক্ষণ না প্রত্যেক নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে। 

উল্লেখ্য, গত ৩ জুলাই সকাল থেকেই টেক্সাসের বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]