নাচোলে নবাগত ইউএনও’র যোগদান

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৮:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এর বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার তাঁর কর্মস্থল নাচোল উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (৮জুলাই) দুপুরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার পদে মোঃ কামাল উদ্দিন ৩২তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এসময় বিদায়ী ইউএনও নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও নীলুফা সরকার। সদ্য নবাগত ইউএনও কামাল উদ্দিন সকলের সহযোগিতা চেয়ে বলেন যে, নতুন কর্মস্থলে সঠিকভাবে যেন দ্বায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কামাল উদ্দিন যোগদানের আগে, নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫'তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

এছাড়াও সদ্য বিদায়ী ইউএনও নীলুফা সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী বিভাগীয় অফিসে সচিব পদে যোগদান করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]