রুটকে সরিয়ে শীর্ষে উঠলেন ব্রুক

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৫২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৫২:৩০ অপরাহ্ন
লাল বলের ক্রিকেটে এ বছর ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন হ্যারি ব্রুক। সবশেষ এজবাস্টন টেস্টে ইংল্যান্ড হারলেও দারুণ ব্যাটিং করেছেন তিনি। ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে পুনরুদ্ধার করেছেন শীর্ষস্থান। ব্রুক পেছনে ফেলেছেন স্বদেশি ক্রিকেটার জো রুটকে।

সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন হ্যারি ব্রুক। অন্যদিকে জো রুটের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ৫৩ রান।  
 
অন্যদিকে সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ডাক মারলেও প্রথম ইনিংসে ৯৯ রানে আউট হয়েছেন হ্যারি ব্রুক। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জো রুট। দুই ইনিংস মিলিয়ে তার রান মাত্র ২৮। 
 
তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন হ্যারি ব্রুক। প্রথম ইনিংসেই তিনি খেলেন ১৫৮ রানের ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে আউট হন মাত্র ২৩ রান করে। এমন পারফরম্যান্সের পর সুখবর পেতেও বেশি দেরি হয়নি ব্রুকের। আইসিসির সবশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। জোর রুট নেমে গেছেন দুই নম্বরে। 
 
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই টেস্টে দুর্দান্ত খেলেছেন ভারতের শুভমান গিল। ২৬৯ ও ১৬১ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। তার রেটিং ৮০৭, যা তার ক্যারিয়ারসেরা।   
 
ইংল্যান্ডের আরেক ব্যাটার জেমি স্মিথও উঠে এসেছেন সেরা দশে। ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ১৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন স্মিথ। এ ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ নম্বরে আছেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত’র র‌্যাঙ্কিং ৩৫তম। 
 
এদিকে বুলাওয়েতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার টেস্টে প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার রেকর্ড ৩৬৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন। তিনি ব্রায়ান লারার করা ৪০০ রানের রেকর্ড ভাঙার দোরগোড়ায় ছিলেন। যদিও ইনিংস ঘোষণা করেন দেন তিনি। 
 
চারশ না হলেও র‍্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন এই প্রোটিয়া ব্যাটার। মুল্ডার ওই ম্যাচে তিন উইকেটও নেন। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডারদের তালিকায় তিনি ১২ ধাপ এগিয়ে এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তার উপরে কেবল রবীন্দ্র জাদেজা ও মেহেদী হাসান মিরাজ।   
 
বোলারদের র‍্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ ১২টি স্থানে কোনো বদল আসেনি। তবে উন্নতি হয়েছে ভারতের আকাশ দীপের। এজবাস্টনে ১০ উইকেট নিয়ে ৮৪তম স্থান থেকে ৩৯ ধাপ এগিয়ে এখন ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি। 
 
ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস দারুণ উন্নতি করেছেন। বাংলাদেশের বিপক্ষে ২-১ সিরিজ জয়ে দারুণ অবদান ছিল কুশল মেন্ডিসের। পুরো সিরিজে ২২৫ রান (১২৪ ও ৫৬) করে সিরিজ সেরা হয়েছেন। আর তাতেই দশ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন। অন্যদিকে, আসালাঙ্কা প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ১০৬ ও ৫৮ রানের ইনিংস খেলে ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]