জিটিসি ও আন্দোলনকারি শ্রমিকদের সমঝোতা হওয়ায় এক সপ্তাহের পর মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন শুরু

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৬:৩৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৬:৩৮:৪১ অপরাহ্ন
দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে এক সপ্তাহ ধরে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধের পর বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের শিফট থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু করা হয়েছে।
 
সপ্তাহধরে খনির উৎপাদন কার্যক্রম বন্ধের পর স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগর্ব, রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে গত বুধবার (৯ জুলাই) দুপুরে পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এবং আন্দোলনকারি শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের শিফট থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করেছেন।
 
জানা যায়, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র অধিন কর্মরত শ্রমিকরা তাদের চাকরিচ্যুত চার শ্রমিকের পুনর্বহাল, প্রোডাকশন প্রফিট বোনাসসহ ৯ দফা দাবিতে গত বুধবার (২ জুলাই) সকাল অনির্দিষ্টকারের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
 
এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে খনিতে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে, মূল্যবান যন্ত্রপাতিসহ কর্মরত বিদেশি খনি বিশেষজ্ঞদের নিরাপত্তার স্বার্থে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল) গত বুধবার (২ জুলাই) রাতে লিখিত ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের জন্য খনির পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়।
 
গত এক সপ্তাহ ব্যাপী এমন অচলাবস্থার চলার পর গত বুধবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) কর্মকর্তাদের উপস্থিতিতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল) এবং তাদের অধিনে কর্মরত আন্দোলনকারি শ্রমিকদের প্রতিনিধিদের মধ্যে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় শ্রমিকরা তাদের আন্দোলন বন্ধ করে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের শিফটের কাজে যোগ দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করেছেন শ্রমিকরা। 
 
এ বিষয়ে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তারা মোবাইল নম্বর না দেওয়ায় যোগাযোগ করা যায়নি।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচাল-এমডি (চলতি দায়িত্ব) প্রকৌশলী জোবায়েদ হোসেন বলেন, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি এবং তাদের অধিনে কর্মরত শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় খনির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার শিফটে কাজে যোগ দিয়ে খনির ভূগর্ভ থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করেছেন খনিশ্রমিকরা। #

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]