রাণীশংকৈলে বাইসাইকেল পেলেন ৭৫ গ্রাম পুলিশ

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:৫৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:৫৯:১৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭৫জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল ও এর মধ্যে সদ্য নিয়োগপ্রাপ্ত ৫জনকে একটি করে চৌকিদারি ইউনিফর্ম দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার(১০জুলাই) দুপুরে উপজেলার ৮টি ইউনিয়নের এই বাইসাইকেল ইউনিফর্ম দেওয়া হয়।

এ উপলক্ষ্যে  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব দরকারী জিনিস দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। বাচোর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কুদ্দুস বলেন, এই বাইসাইকেল পেয়ে আগের চেয়ে কাজের গতি বেশি বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য দ্রুতই গ্রামে পৌঁছে দিতে পারবো ।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্স সহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন। তাদের এই কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীলভাবে যেন করতে পারেন। সেজন্য সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেয়া হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]