
সাদা কাটআউট মনোকিনিতে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল। সামার ফ্যাশনে নতুন মাত্রা যোগ করে তাঁর এই লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে। একই রঙের কেপ, খোলা চুল ও মোটা সোনালি ব্রেসলেট পরা প্রজ্ঞার ছবিগুলি ঘুরছে ইনস্টাগ্রামের টাইমলাইনে।
চকচকে মেকআপ ও টোনড ফিগারে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। সৈকতের ধারে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি প্রজ্ঞা যেন নিজেই এক স্টাইল স্টেটমেন্ট। এর আগেও রঙিন বিকিনিতে ফটোশুট করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। সেই ছবিতেও তাঁর ফিটনেস ঘিরে প্রশংসা করেছেন অনুরাগীরা।
বলিউডে এখনো সীমিত পরিসরে কাজ করলেও প্রজ্ঞার স্টাইল সেন্স ও অনলাইন উপস্থিতি নজর কাড়ছে ফ্যাশন অনুরাগীদের। ইনস্টাগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মে নিয়মিত নিজের লুক শেয়ার করেন তিনি। সাম্প্রতিক এই সাদা মনোকিনি লুক ফের প্রমাণ করল, গ্ল্যামার ও ফিটনেস মিলিয়ে প্রজ্ঞা এখন অন্যতম জনপ্রিয় মুখ।
চকচকে মেকআপ ও টোনড ফিগারে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। সৈকতের ধারে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি প্রজ্ঞা যেন নিজেই এক স্টাইল স্টেটমেন্ট। এর আগেও রঙিন বিকিনিতে ফটোশুট করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। সেই ছবিতেও তাঁর ফিটনেস ঘিরে প্রশংসা করেছেন অনুরাগীরা।
বলিউডে এখনো সীমিত পরিসরে কাজ করলেও প্রজ্ঞার স্টাইল সেন্স ও অনলাইন উপস্থিতি নজর কাড়ছে ফ্যাশন অনুরাগীদের। ইনস্টাগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মে নিয়মিত নিজের লুক শেয়ার করেন তিনি। সাম্প্রতিক এই সাদা মনোকিনি লুক ফের প্রমাণ করল, গ্ল্যামার ও ফিটনেস মিলিয়ে প্রজ্ঞা এখন অন্যতম জনপ্রিয় মুখ।