শরীরে ৫ লক্ষণ দেখা দিলেই ‘লিভার ফাংশন টেস্ট’ করানো জরুরি

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৫:৩৮ অপরাহ্ন
শরীরের ভালমন্দ অনেক ক্ষেত্রেই নির্ভর করে লিভারের উপর। লিভারের কোনও সমস্যা দেখা দিলে শরীর বিগড়ে যায়। অত্যধিক মদ্যপান, তেলমশলাদার খাবার খাওয়া, জল কম খাওয়া— এমন কিছু কারণে লিভারের অসুখ হয়। কিন্তু লিভারজনিত অসুখের আঁচ সব সময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সময় গড়াতে থাকে। লিভারেও অসুখ ছড়িয়ে পড়তে থাকে। তবে লিভারে গোলমাল বাধলে কিছু লক্ষণ প্রকাশ পায়। সেগুলি জানা থাকলে দ্রুত সতর্ক হওয়া সম্ভব। লিভারে কোনও সমস্যা হয়েছে কি না, তা নির্ধারণ করতে ‘লিভার ফাংশন টেস্ট (এলএফটি)’ করাতে হয়। কিন্তু এই পরীক্ষা তখনই করানো জরুরি, যখন লিভারে সমস্যা হয়েছে সেটা বোঝা যায়। লিভারের অসুখের আঁচ সব সময় বাইরে থেকে পাওয়া যায় না। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, কিছু লক্ষণ দেখা যায়, যেগুলি লিভারের অসুখের ইঙ্গিতবাহী।

লক্ষণ ১: ওজন কমে যাওয়া: খাওদাওয়া নিয়ন্ত্রণ না করে কিংবা কোনও রকম শরীরচর্চা ছাড়াই ওজন কমে যাচ্ছে? তা হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বিনা কারণে ওজন কমে যাওয়া শরীরের জন্য একেবারেই ভাল নয়। এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

লক্ষণ ২: পেট ফাঁপা: অনেক দিন ধরে লিভারের কোনও সমস্যা থাকলে তলপেটে তরল জমা হয়ে পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেই এই পেট ফাঁপার সমস্যায় মাঝেমাঝেই ভুগে থাকেন। সেই সময় পেট ফুলেও থাকে। কয়েক দিন ধরে পর পর এই রকম সমস্যা দেখা দিলে সতর্ক হোন।

লক্ষণ৩: পেটে যন্ত্রণা: পেটের উপরের দিকে হঠাৎ ব্যথা বা যন্ত্রণা হলে সাবধান হতে হবে। লিভারের আকারে কোনও পরিবর্তন এলে অনেক সময় পেট ফুলেও যায়।

লক্ষণ ৪: পা এবং পেট ফুলে যাওয়া: লিভার কাজ করা বন্ধ করে দিলে শরীরে তরল জমতে থাকে। পেট ফুলে যায়, ফুলতে শুরু করে পা দু’টিও। বিশেষ করে পায়ের পাতা এবং গোড়ালির দিকে খেয়াল রাখলেই তা বোঝা যাবে।

লক্ষণ ৫: জন্ডিস: ত্বক, চোখ, নখের রং হঠাৎ হলদেটে হতে আরম্ভ করলে সতর্ক হতে হবে। লিভারের কোনও সমস্যা দেখা দিলে রক্তে ‘বিলিরুবিন’ নামক একটি উৎসেচকের পরিমাণ বাড়তে থাকে। যার ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]