কৃষিক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছেঃশরীফ উদ্দিন

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১০:১১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১০:১১:২৪ অপরাহ্ন
কৃষিক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছে। আপনারা বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সদস্য। আপনাদের অবদান অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে কম না। আপনারা প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ করেন। কৃষকদের শুধু হাল আছে, বীজ বপন করলেই হয় না। আপনাদের সহোয়োগীতায় কৃষকরা ফসল ফলায়। আপনারা সার বিতরণ করে চাষীদের ফসলের ফলন যাতে বেশী হয় সেই চেষ্টা করেন। দেশে খাদ্য উৎপাদনে আপনাদের ভুমিকা রয়েছে। আমি আশা করবো আপনাদের মাধ্যমে প্রন্তিক কৃষকরা যেনো নায্যমুল্যে সার পাই। বাাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা শাথার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদো জিয়ার সামরিক সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

জানা গেছে,গত ১০ জুলাই বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্কে এ বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএ- রাজশাহীর সভাপতি আবুল কালাম।

দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দুপুর সাড়ে ১২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ওসমান আলী ৪৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল কালাম ৩৫টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম ৪৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার প্রতিদ্বন্দ্বী আ.ন.ম সামসুর রহমান মিন্টু ৩৭ ভোট পেয়েছেন। দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৮৮ জন ভোটারের এর মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন। তার মধ্যে সভাপতি পদে মোট ৮৩টি ও সাধারণ সম্পাদক পদে মোট ৮২টি ভোট পড়েছে। ৪টি ভোট বাতিল হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিতে ছিলেন, রাজশাহী বিএফএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিম, সদস্য হাবিবুর রহমান ও মনিরুজ্জামান। আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল ও সদস্য শরিফ উদ্দিন মুন্সি ।

ভোট গননা শেষে  ওসমান আলীকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]