
বিশ্ববাসীর মঙ্গল কামনায় নাটোরের সিংড়ার ডাহিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আয়োজনে ৩ দিনের ২৪ প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান বেশ জমে উঠেছে। ডাহিয়া ঘোষ পাড়ায় বিশাল প্যান্ডেল জুড়ে গত ১১ জুলাই ভোর থেকে হিন্দু ধর্মের এ উৎসব শুরু হয়। প্যান্ডেলে একটি দল নাম কীর্তন পরিবেশন
করছেন।
সিংড়া উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী তাড়াশ,গুরুদাসপুর উপজেলা থেকে সনাতন ধর্মের ভক্তবৃন্দ প্রতিদিন এখানে ছুটে আসছেন নাম কীর্তন শুনতে।
প্যান্ডেলের পাশেই বসেছে মনোহারি, চায়ের স্টল ও হরেক রকম দোকান।
এসব দোকানে বেচা-কেনাও হচ্ছে প্রচুর। এছাড়া প্যান্ডেলের পশ্চিম পাশে ভক্তদের খাবারের জন্য করা হচ্ছে রান্নার কাজ এবং খাবার পরিবেশন।
সব মিলে অনুষ্ঠানকে ঘিরে এক মিলন মেলার সৃষ্টি হয়েছে বলা যায়।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি শ্রী গণেশ কুমার ঘোষ জানান, গত দুই বছর পর এ বছর সরকারী কিছু অনুদান আর নিজেদের অর্থায়নে আয়োজন করতে পেরে আমরা খুশি হয়েছি । অনেক দুর দুরান্তের ভক্তরা এখানে আসছেন। তাদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা আছে। আগামী ১৪ জুলাই অনুষ্ঠান শেষ হবে। আমি সনাতন ধর্মের সকল ভক্তদের আসার আমন্ত্রণ জানাচ্ছি।
করছেন।
সিংড়া উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী তাড়াশ,গুরুদাসপুর উপজেলা থেকে সনাতন ধর্মের ভক্তবৃন্দ প্রতিদিন এখানে ছুটে আসছেন নাম কীর্তন শুনতে।
প্যান্ডেলের পাশেই বসেছে মনোহারি, চায়ের স্টল ও হরেক রকম দোকান।
এসব দোকানে বেচা-কেনাও হচ্ছে প্রচুর। এছাড়া প্যান্ডেলের পশ্চিম পাশে ভক্তদের খাবারের জন্য করা হচ্ছে রান্নার কাজ এবং খাবার পরিবেশন।
সব মিলে অনুষ্ঠানকে ঘিরে এক মিলন মেলার সৃষ্টি হয়েছে বলা যায়।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি শ্রী গণেশ কুমার ঘোষ জানান, গত দুই বছর পর এ বছর সরকারী কিছু অনুদান আর নিজেদের অর্থায়নে আয়োজন করতে পেরে আমরা খুশি হয়েছি । অনেক দুর দুরান্তের ভক্তরা এখানে আসছেন। তাদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা আছে। আগামী ১৪ জুলাই অনুষ্ঠান শেষ হবে। আমি সনাতন ধর্মের সকল ভক্তদের আসার আমন্ত্রণ জানাচ্ছি।