
নাটোরের গুরুদাসপুরে দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণ করায় দুই নারীসহ চারজনকে আটক করেছে সেনা সদস্যরা।
রবিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামের মদ তৈরির কারখানা থেকে বাসনা রাণী, উজ্জল, বিমলা ও জগেস আটক হয়। এসময় প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়।
আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল। আটককৃতদের ও জব্দকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, আটককৃতদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামের মদ তৈরির কারখানা থেকে বাসনা রাণী, উজ্জল, বিমলা ও জগেস আটক হয়। এসময় প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়।
আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল। আটককৃতদের ও জব্দকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, আটককৃতদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।