গুরুদাসপুরে মদসহ চার ব্যবসায়ী আটক

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৭:৪৫ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণ করায় দুই নারীসহ চারজনকে আটক করেছে সেনা সদস্যরা।

রবিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামের মদ তৈরির কারখানা থেকে বাসনা রাণী, উজ্জল, বিমলা ও জগেস আটক হয়। এসময় প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়।

আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল। আটককৃতদের ও জব্দকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, আটককৃতদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]