তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০১:২৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০১:২৮:৩৫ অপরাহ্ন
রাজশাহীর তানোরে সামাজিক উন্নয়ন সংগঠন একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। 

জানা গেছে, গত রোববার দিনব্যাপী  তানোর-সইপাড়া রাস্তার দুই ধারে ফলজ, বনজ এবং ঔষধীসহ বিভিন্ন প্রজাতির প্রায়  দুশ"টি গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তানোর একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন রনি, সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিমসহ কমিটির সদস্যগণ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২ জুলাই তানোর সদরের যুবকদের নিয়ে তানোর একতা যুব সংঘের আত্নপ্রকাশ ঘটে। তানোর একতা যুব সংঘের আত্নপ্রকাশের পর প্রথম বারের মতো সদস্যদের নিজস্ব অর্থায়ণে বৃক্ষরোপণ কর্মসুচী হাতে নেয়া হয়েছে৷ রোপনকৃত বৃক্ষের তালিকায় রয়েছে মেহগুনী, শাল, ,কৃষ্ণচূড়া, তেতুল, পিয়ারা, জাম, চালতা, সেগুন, কদম, বট ও বিভিন্ন ফুলের গাছসহ প্রায় ১৫ প্রকারের গাছ রোপন করা হয়। 

তানোর একতা যুব সংঘ আগামিতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্য বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ দরিদ্র শ্রেনীর মানুষকে বিভিন্নভাবে সহযোগীতা এবং সংগঠনের সদস্যদের আপদে বিপদে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন যুব সংঘের সকল সদস্যগন। 

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগকে স্বাগতম জানিয়ে তানোর উপজেলা বন কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, একতা যুব সংঘ তাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপন করে একটি উদাহরণ সৃষ্টি করেছে। যা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। আগামিতে যুবকরা এধরনের সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে যুবকদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]