সিংড়ায় ৪ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনকে জরিমানা

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:২৩:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:২৩:৪৫ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একজনকে জরিমানা করা হয়।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত উপজেলার রাণীনগর, সিধাখালী ও  জলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করে। এসময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের অভিযোগে রানীনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুসারে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]