সুইসাইড নোট লিখে মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেলের আত্মহত্যা

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৩:৩৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৩:৩৩:৪৯ অপরাহ্ন
শোবিজ ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। কয়েকদিন আগেই ফ্ল্যাট থেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার করা হয়। এই রেশ কাটিয়ে উঠার আগেই খবর আসে, সোমবার (১৪ জুলাই) দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী বি সরোজা দেবী মারা গেছেন। এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়া শোকস্তব্ধ, তখন সামনে এল আরেক দুঃসংবাদ।

ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল আত্মহত্যা করেছেন। রোববার (১৩ জুলাই) ভোরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

শঙ্কর প্রিয়া নামে পরিচিত মডেল স্যান র‍্যাচেল সাবেক মিস পুদুচেরি মডেলদের ট্রেইনার হিসেবে কাজ করতেন। রোববার বাবার বাড়ি কারামনিকুপ্পমে একসঙ্গে একাধিক ওষুধ সেবন করেন তিনি। কিন্তু ঘুমের ওষুধ সেবন করেছিলেন কিনা, তা জানায়নি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিয়ে করেছিলেন স্যান র‍্যাচেল। বাবার বাড়ি এসেছিলেন। সেখানেই একসঙ্গে একাধিক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে একটি সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে নেয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, আর্থিক সমস্যার মধ্যে ছিলেন অভিনেত্রী স্যান র‍্যাচেল। ব্যক্তিগত বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন।  কিছুদিন আগেই স্বর্ণালংকার বিক্রি করেছেন। মূলত ক্যারিয়ার সংক্রান্ত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, টাকার জন্য বাবার কাছে হাত পেতেছিলেন স্যান র‍্যাচেল। কিন্তু তার বাবা না করে দেয়। তারপরই আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকৃত সুইসাইড নোটে কাউকে দায়ী করেননি তিনি। তবে যেহেতু সম্প্রতি বিয়ে করেছিলেন, তাই মানসিক স্বাস্থ্যে দাম্পত্য সম্পর্ক প্রভাব ফেলেছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, ফ্যাশন দুনিয়ায় সমস্ত প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজেকে খ্যাতনামা করে তুলেছিলেন স্যান র‍্যাচেল। শোবিজ অঙ্গনে শঙ্কর প্রিয় নামে পরিচিত ছিলেন। অল্প বয়সেই মাকে হারিয়েছিলেন র‍্যাচেল আর তখন থেকেই তার বাবাই তাকে লালন-পালন করেছেন। আর বাবার উৎসাহেই মডেলিংয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন র‍্যাচেল। বর্ণবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠ তুলেছিলেন র‍্যাচেল এবং ফ্যাশনের দুনিয়ায় ফর্সা ত্বকের প্রচলিত স্ট্যান্ডার্ডকে চ্যালেঞ্জ করে স্বীকৃতি অর্জন করেন। লন্ডন, জার্মানি ও ফ্রান্সে তিনি আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০-২১ সালে র‍্যাচেল মিস পুদুচেরির খেতাব জেতেন, এছাড়াও ব্ল্যাক বিউটি বিভাগে মিস ওয়ার্ল্ড খেতাবও জিতেছিলেন। একাধিক ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]