প্রতিদিন কোরআন তিলাওয়াতের অভ্যাসে যে উপকার পাবেন

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
কোরআন তিলাওয়াত ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম। কোরআন তিলাওয়াতকে মুমিনের গুণ বলে সম্বোধন করা হয়েছে পবিত্র কোরআনেই। বর্ণিত হয়েছে, মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। (সুরা আনফাল, আয়াত : ০২)

হাদিসে কোরআন তিলাওয়াতকারীকে আল্লাহ পরিজন বলা হয়েছে। আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা।’(ইবনে মাজাহ, হাদিস : ২১৫)

আমরা অনেকেই নিয়মিত কোরআন তিলাওয়াত করি না। মাঝেমাঝে কখনো তিলাওয়াত করলেও প্রায় সময় তিলাওয়াত থেকে দূরে থাকি। প্রতিদিন নিয়মিত কোরআন তিলাওয়াত একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। 

প্রতিদিন কোরআন তিলাওয়াত একজন মুসলিমের জীবনে অবিরত রহমত ও সওয়াবের দরজা খুলে দেয়। কেউ নিয়মিত অর্থসহ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তায়ালা তাকে সওয়াব দান করবেন এবং নিজের রহমতের চাদরে ঢেকে রাখবেন।

কেউ নিয়মিত কোরআন তিলাওয়াতের অভ্যাস করে ফেললে ধারাবাহিকভাবে সওয়াব পেতেই থাকবে। প্রতিটি হরফের জন্য ১০টি করে সওয়াব পাবেন। 

বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসঊদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। আর প্রতিটি নেকিকেই ১০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে, আলিফ-লাম-মীম মিলে একটি হয়ফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, এবং মীম আরেকটি হরফ। (তিরমিজি, হাদিস : ২৯১০)

আর নিয়মিত তিলাওয়াতের অভ্যাস করে ফেলার পর কখনো যদি কোনো কারণে না পারে। যেমন, অসুস্থ, ভ্রমণ, বা এ জাতীয় কোনো কাজে ব্যস্ত থাকার কারণে তিলাওয়াত করতে পারেনি। তবুও আল্লাহ তায়ালা তাকে সেই দিনের সাওয়াব দিয়ে দেবেন। 

কোরআন আল্লাহর কালাম। তাই নিয়মিত কোরআন তিলাওয়াত করা মানে প্রতিদিন আল্লাহ তায়ালা সঙ্গে সংযুক্ত থাকা। আর এর কারণে একজন মানুষের পক্ষে গুনাহ থেকে দূরে থাকা সহজ হবে এবং কোরআন তিলাওয়াতের আমল তার অন্তরকে নরম রাখবে এবং জীবনকে আলোকিত করে তুলবে।

অ্যাবাউট ইসলাম থেকে মুফতি মেনেকের বক্তব্য অবলম্বনে

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]