এক বছরে ইন্টেরিম ছাত্রলীগ সন্ত্রাসীদের টিকিটাও ছুতে পারেনি: হাসনাত আব্দুল্লাহ

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:০৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:০৪:৩৭ অপরাহ্ন
মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় চরম ক্ষোভ ঝাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পতনের ১ বছর পরেও পুলিশের গাড়িতে গুন্ডালীগের সন্ত্রাসীদের হামলা করার ঘটনা এই ইন্টেরিমের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। 

বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত এই ক্ষোভ ঝাড়েন। নিচের তার পোস্টটি হুবহু তুলে দেওয়া হল- 

ঘটনা -১: আজ গোপালগঞ্জে NCP এর পদযাত্রা কে কেন্দ্র করে একটি পুলিশের গাড়িতে হামলা করেছে পতিত ছাত্রলীগ, তারপর সেই গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।আজকের তারিখটা মনে রাইখেন, ১৬ জুলাই ২০২৫, গত একবছরে ইন্টেরিম এই সন্ত্রাসীদের টিকিটাও ছুতে পারেনি। 

আজ আবু সাঈদ, ওয়াসীমের শহীদ দিবস, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আজকের দিনটিকে,অথচ আজকেই গোপালগঞ্জে এই হামলা হয়েছে। হামলা যে হবে তা ও খুব অনুমেয় ছিল। কারণ অনেক থ্রেট মেসেজ পাচ্ছিলাম,আমাকে যারা হাসনাত আবদুল্লাহ মনে করে, তারা দিচ্ছিলো। 

ঘটনা -২: এনসিপি তাদের ফেসবুক পেজে গোপালগঞ্জে পদযাত্রার কথা বললে বিএনপির একজন নেতা সেখানে ওনাদেরকে আন্তরিকভাবে সাবধান করেন, এবং এর আগে স্বেচ্ছাসেবক দলের একজনের উপর হামলা হয়েছে এই মর্মে কমেন্ট করেন। রাজনৈতিক সৌন্দর্যতা তো এখানেই। সন্ত্রাসীদের প্রশ্নে সবসময় এক এবং অটুট থাকতে হবে। 

সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে যৌথবাহিনী কে কাজে লাগিয়ে গোপালগঞ্জের সকল সন্ত্রাসীদেরকে আটক করা। ১ বছর পরেও পুলিশের গাড়িতে গুন্ডালীগের সন্ত্রাসীদের হামলা করার ঘটনা এই ইন্টেরিমের জন্য লজ্জাজনক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]