শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে 'মৎস্যকন্যা' মালাইকা

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:৫১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:৫১:০০ অপরাহ্ন
ইতালির রোদে রীতিমতো আগুন ঝরাচ্ছেন মালাইকা অরোরা। ৫১ বছর বয়সেও যেন তিনি সময়কে হার মানাতে শিখে গেছেন। মাল্টিকালার বিকিনিতে নিজের সাম্প্রতিক ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করে ফের চমকে দিলেন অভিনেত্রী।

মঙ্গলবার, ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছুটি উপভোগের ছবি দিলেন মালাইকা। কখনও রোদঝলমলে সৈকতে, কখনও জলকেলিতে ভেজা শরীরে যেন ‘মারমেইড’ অবতারে ধরা দিলেন তিনি। শুধু বিকিনি লুকে নয়, তার সঙ্গে এক ঝলক সান-কিসড সেলফিও ভাগ করে নিয়েছেন তিনি। আর তাতেই আরও একবার প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে নিছক একটি সংখ্যা।

এবারের ছুটিতে তাঁর সঙ্গী ছেলে আরহান খান। মালাইকার ইনস্টাগ্রাম থেকে দেখা যাচ্ছে, মায়ের মতো তিনিও ইতালির প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের কাছে কাটাচ্ছেন কিছু নিরালার সময়।

এই ছুটির ফাঁকেই মালাইকার জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘ এক দশক ধরে চলা মুম্বইয়ের তাজ হোটেল সংক্রান্ত হাই-প্রোফাইল মারামারি মামলায় সাক্ষী হিসেবে যাঁর নাম ছিল, সেই তালিকা থেকে অবশেষে বাদ পড়লেন মালাইকা।

এই মামলার মূল অভিযুক্ত ছিলেন সইফ আলি খান। সম্প্রতি আদালত জানায়, মালাইকা তদন্তে সহায়তা না করায় তাঁকে সাক্ষীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে আগে জারি হওয়া জামিনযোগ্য পরোয়ানাও আদালত প্রত্যাহার করে নিয়েছে।

মালাইকা এর আগে একাধিকবার আদালতের সমন এড়িয়ে গিয়েছিলেন, যার জেরে এপ্রিলে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের বিচারক কেএস জানওয়ার কড়া ভাষায় তাঁকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছিলেন। অবশেষে আদালতে হাজিরার পরই এই সিদ্ধান্ত নেয় বিচারক। এখন আর কোর্টের ঝামেলা নেই, রোদ, জল আর নিজের মতো সময়—এই মুহূর্তে সেটাই উপভোগ করছেন বলিউডের ‘ফিটনেস কুইন’।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]