সিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৪২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৪২:৫৬ অপরাহ্ন
সিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। 

বুধবার (১৬ জুলাই) ইসরায়েলি এ হামলায় কেঁপে উঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। খবর আল জাজিরার।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিরিয়ায় সুয়েইদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী এবং বেদুঈন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এ সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তারা ট্যাংক ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসে।

তবে, দখলদার ইসরায়েল হুমকি দেয় সুয়েইদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে। ইসরায়েলের দাবি, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা অত্যাচার চালাচ্ছে, যা তারা করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সেনা সদরদপ্তরে হামলা চালাল তারা।

মূলত দ্রুজ সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ায় ইসরায়েলের দখলদকৃত ভূখণ্ডে বাস করেন। বুধবার সেনা সদরদপ্তরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল। এরপর সেখানে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা।

এদিকে সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করছে ইসরায়েল।

গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা। এরপর থেকে সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে পশ্চিমা দেশগুলো, নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুঞ্জনও উঠে। তবে এরমধ্যেই সিরিয়ার সেনা সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালাল দখলদার ইসরায়েল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]