পুরোনো ছন্দে নেইমার, জেতালেন সান্তোসকে

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৩৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:৩৭:২০ অপরাহ্ন
ইনজুরি প্রবণ ক্যারিয়ারে নেইমার জুনিয়রের মাঠে ফেরা ও ছিটকে যাওয়ার খবরই প্রায় নিয়মিত শিরোনামে আসে। তবে মাঠে ফিরে ঝলকে দেখাতে ভুল হয় না এই ব্রাজিলিয়ান তারকার। গত সপ্তাহে প্রীতি ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করার পর ফিট হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন। এবার তেমনই ছন্দে দেখা গেল নেইমারকে, দারুণ এক গোলে তিনি জিতিয়েছেন সান্তোসকে। 

ব্রাজিলিয়ান লিগ সিরি–আতে নেইমারের একমাত্র গোলে সান্তোস হারিয়েছে কিছুদিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলে আসা ফ্ল্যামেঙ্গোকে। ফিলিপে লুইসের ক্লাবটি আবার এই প্রতিযোগিতার টেবিল টপার। অবশ্য ম্যাচজুড়ে তাদেরই দাপট ছিল। ৭৫ শতাংশ বল দখলে ছিল ফ্ল্যামেঙ্গোর। এ ছাড়া ১০ শটের ৫টি লক্ষ্যে রাখলেও তাদের গোল পাওয়া হয়নি। ৮ শটের ৪টি লক্ষ্যে রেখেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে সান্তোস।

ম্যাচের প্রথমার্ধেই গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন নেইমার। তবে ডেভিড ওয়াশিংটনকে বাড়ানো বল কাজে লাগাতে পারেননি। বিরতির পরও পুরোনো ছন্দে দেখা যায় সান্তোস তারকাকে। তারই সুবাদে ৮৪ মিনিটে আসে অনেক কাঙ্ক্ষিত গোল। সতীর্থের পাস পেয়ে বক্সের ভেতর ফ্ল্যামেঙ্গো ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ঘুরে গোল করেন নেইমার। যা ২০১৩ সালের পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে প্রথম দেখায়–ই তার গোল। এ নিয়ে তিনি সান্তোসের হয়ে এই মৌসুমে ১৩ ম্যাচে চতুর্থ গোল করলেন।

নেইমারের জন্য আরেকটি স্বস্তির বিষয় পুরো ৯০ মিনিট মাঠে থাকা। ব্রাজিল জাতীয় দলে ফেরার জন্য নিজেকে পুরো ফিট ও ম্যাচ খেলার উপযোগী বলে প্রমাণ করতে হবে। এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার। এর মধ্যে গোল ২৫৭ ও অ্যাসিস্ট ৪৪৩টি। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]