উইকেট শিকারে টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ পাঁচে মোস্তাফিজ

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৪:১৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৪:১৪:৫১ অপরাহ্ন
উইকেটশিকারি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট (জেফ্রি ভেন্ডারসে) তুলে সর্বোচ্চ উইকেটশিকারিদের সঙ্গে নাম লেখান টাইগার পেসার।

এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার ওপরে আছেন টিম সাউদি, রশিদ খান, সাকিব আল হাসান ও ইশ সোধি।

শীর্ষ এ পাঁচজনের মধ্যে মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার। উইকেট শিকারের তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাউদি পেসার হলেও তিনি ডানহাতি।

সাউদির উইকেট সংখ্যা ১৬৪। যার জন্য তাকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফগান স্পিনার রশিদ খান ১৬১ উইকেট শিকার করেছেন ৯৬ ম্যাচ খেলে।

সর্বোচ্চ উইকেট শিকারে তৃতীয় স্থানে থাকা সাকিব ১২৯ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন। আর ১৪৬ উইকেট নিতে আরেক নিউজিল্যান্ড স্পিনারকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]