‘আমার যোনি, আমার সন্তান’, মেয়ের এক বছরের জন্মদিনে রেগে আগুন রিচা চড্ডা!

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৪৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৪৬:৪৮ অপরাহ্ন
ব্যবধান মাত্র ১২ মাসের। এক বছরে নিজের মধ্যে এত পরিবর্তন আসবে, তা ভাবেননি অভিনেত্রী রিচা চড্ডা। ২০২৪ সালের ১৭ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। বৃহস্পতিবার মেয়ে জুনেইরার জন্মদিন। রিচার মা হওয়ার এক বছর পূর্তি। একরত্তির তাঁর জীবনে আসার পর যেন আদ্যোপান্ত বদলে গিয়েছে গোটা জীবনটাই। সে অনুভূতি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন রিচা। কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে গত এক বছরের বিভিন্ন টুকরো টুকরো মুহূর্ত এক সুতোয় গেঁথেছেন তিনি। মেয়ের কিছু মিষ্টি ঝলকও দেখা গিয়েছে।

রিচার কন্যা জন্ম নিয়েছে স্বাভাবিক পদ্ধতিতে, অস্ত্রোপচার করে নয়। সে কথাই তিনি লেখেন সমাজমাধ্যমে। কিন্তু সেখানেও দর্শকের নানা ধরনের মত। এক জন মন্তব্য করেছেন, “সব মায়ের কাছেই সন্তানের জন্ম দেওয়া স্বাভাবিক বলে মনে হয় তা যে পদ্ধতিতেই হোক না কেন। তাই এ ভাবে বলবেন না। অনেকের খারাপ লাগতে পারে। এখন ৫০ শতাংশ মহিলা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করছেন। সুতরাং অনেকের এ কথা শুনে মনে হতেই পারে, তাঁদের হয়তো এতটা মনের জোর নেই।”

এই মন্তব্য পড়েই বেজায় চটেছেন রিচা। চাঁচাছোলা ভাষায় উত্তর দিতে পিছ পা হননি তিনি। রিচা লেখেন, “যদি যোনি-প্রসব শব্দ ব্যবহার না করে আমি নর্ম্যাল প্রসবের শব্দটি লিখি তাতে সমস্যার কী আছে! এটা আমার পাতা যা ইচ্ছা হয় তাই লিখব। আমার যোনি আমার সন্তান। নারী স্বাধীনতা আমায় এটাই শিখিয়েছে।”

মেয়েকে খুব আদরে, যত্নে একটু অন্য ভাবে বড় করার চেষ্টা করছেন রিচা আর আলি ফজল। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি এবং আলি দু’জনেই মেয়ের যত্ন আত্তির সরঞ্জাম একেবার প্লাস্টিক-মুক্ত রাখার চেষ্টা করছেন। কারণ ওই ধরনের প্লাস্টিকই পৃথিবীর দূষণের অন্যতম কারণ। এ ছাড়াও তাঁরা মেয়েকে বড় করার জন্য পুনর্বব্যহার্য জিনিসপত্রও ব্যবহার করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]