
ওঁদের বন্ধুত্ব একটা সময় নাকি টলিপাড়ায় চর্চার বিষয় ছিল। নুসরত জাহান-মিমি চক্রবর্তী তখন ‘হরিহর আত্মা’। কান পাতলেই শোনা যেত এ কথা। আচমকা নাকি সেই বন্ধুত্বে চিড়। কী কারণ? জানেন না কেউই। তবে টলিপাড়া দেখেছে, দুই সুন্দরীর মধ্যে ব্যবধান বেড়েছে। সম্পর্কে হিমশীতলতা। টাটকা গুঞ্জন, ২০২৫-এ এসে সেই দূরত্ব নাকি ফের মুছতে চলেছে! এ বারের পুজোয় তাঁরা হাতে হাত রেখে উপস্থিত হবেন।
মিমি-নুসরত নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’তে অভিনয় করছেন, এ খবর টলিপাড়ার সকলেই জানে। কিছু লোক জানেন, ওই ছবির একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছেন, বহু বছর পরে! দৃশ্যের প্রয়োজনে তাঁরা হাতে হাত রেখে শট দিয়েছেন, যা দেখে বিস্মিত উপস্থিত প্রত্যেকে। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে খবর ছড়িয়েছে এক সেট থেকে আর এক সেটে। পল্লবিত হয়ে সেই খবর ছড়িয়ে পড়েছে গোটা টালিগঞ্জে। ফের বন্ধুত্ব জোড়া লাগার খবরে উচ্ছ্বসিত টলিউড।
ছবিতে মিমি ‘সংযুক্তা’, রাজ্য প্রশাসনের প্রথম সারির অফিসার। শোনা গিয়েছে, নুসরত এই ছবিতে ‘আইটেম’ নাচের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেছেন। তেমনই একটি দৃশ্যে মিমি আর নুসরত এক ফ্রেমে ধরা দিতে চলেছেন। শুধু এটাই নয়, এই ছবিতে দীর্ঘ দিন পরে দেখা যাবে নুসরত জাহান-অঙ্কুশ হাজরাকেও। এঁরাও একটা সময় ভাল বন্ধু ছিলেন।
মিমি-নুসরত নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’তে অভিনয় করছেন, এ খবর টলিপাড়ার সকলেই জানে। কিছু লোক জানেন, ওই ছবির একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছেন, বহু বছর পরে! দৃশ্যের প্রয়োজনে তাঁরা হাতে হাত রেখে শট দিয়েছেন, যা দেখে বিস্মিত উপস্থিত প্রত্যেকে। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে খবর ছড়িয়েছে এক সেট থেকে আর এক সেটে। পল্লবিত হয়ে সেই খবর ছড়িয়ে পড়েছে গোটা টালিগঞ্জে। ফের বন্ধুত্ব জোড়া লাগার খবরে উচ্ছ্বসিত টলিউড।
ছবিতে মিমি ‘সংযুক্তা’, রাজ্য প্রশাসনের প্রথম সারির অফিসার। শোনা গিয়েছে, নুসরত এই ছবিতে ‘আইটেম’ নাচের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেছেন। তেমনই একটি দৃশ্যে মিমি আর নুসরত এক ফ্রেমে ধরা দিতে চলেছেন। শুধু এটাই নয়, এই ছবিতে দীর্ঘ দিন পরে দেখা যাবে নুসরত জাহান-অঙ্কুশ হাজরাকেও। এঁরাও একটা সময় ভাল বন্ধু ছিলেন।