এনসিপি'র সমাবেশ পণ্ড, সেনাবাহিনীর বিশেষ পাহারায় নেতাদের কক্সবাজার ত্যাগ

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১০:৫৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১০:৫৭:৪০ অপরাহ্ন
 

কক্সবাজারে নজির বিহীন নিরাপত্তায় শনিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে এনসিপির পদযাত্রা ও সমাবেশ। সমাবেশে বিএনপি নেতা সালাহ উদ্দিনকে কটুক্তি করায় জেলাজুড়ে বিএনপির বিক্ষোভ মিছিল করে। এসময় এনসিপি'র মঞ্চ ভাংচুর করা হয় এবং সমাবেশ পন্ড হয়ে যায়। বিকেলে সেনাবাহিনীর বিশেষ পাহারায় এনসিপি নতারা কক্সবাজার- চকরিয়া ত্যাগ করেন।

 

 

কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের কৃতি সন্তান সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী কক্সবাজারের সমাবেশে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় গোটা কক্সবাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

 

গোটা জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিকেল ৪টার দিকে চকরিয়াসহ বিভিন্ন স্থানে এনসিপি'র পথসভার জন্য তৈরি করা মঞ্চ ভাংচুর করে বিক্ষুব্ধ নেতা কর্মীরা।

 

 

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পৌরসভার পাবলিক লাইব্রেরি ময়দানের পদযাত্রাত্তোর পথসভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের কৃতি সন্তান সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা বিকেল ৪টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল চকরিয়া জনতা শপিং সেন্টার প্রাঙ্গনে নির্মিত অস্থায়ী মঞ্চ এলাকা অতিক্রম করার সময় হামলা চালিয়ে তা ভাংচুর করে। এ সময় বিপুল সংখ্যক সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

 

এছাড়াও বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঈদগাঁও, লোহাগাড়া,সাতকানিয়াসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে এবং এনসিপির মঞ্চ ভাঙচুর করে।

 

এদিকে খবর নিয়ে জানা যায়, এনসিপি'র নেতৃবৃন্দ বিকাল ৪টার দিকে গাড়ি বহর নিয়ে কক্সবাজার থেকে চকরিয়ার ফাঁসিয়াখালী আর্মী ক্যাম্পের কাছে এসে থেমে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের বহর চকরিয়া পৌর শহর পার করে দেয়া হয়।


উল্লেখ্য, শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি সংলগ্ন শহীদ দৌলত ময়দানে এনসিপি'র সমাবেশে নাহিদ ইসলামীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ওই সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী'র বক্তব্যকে ঘিরে কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, 'আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের শামিম ওসমান গডফাদার ছিলেন। কক্সবাজারের নব্য গডফাদার সিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছেন, তিনি নাকি সংস্কার বোঝেননা, কক্সবাজারের জনগণ সংস্কার বিরোধী কাউকে মেনে নেবেননা, যারা পিআর বোঝেননা তাদেরকে রাজপথে ঠেকিয়ে দেয়া হবে' বলে হুশিয়ারি দেন। এমন বক্তব্যের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এর পর থেকেই চকরিয়াসহ বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটে ।

 

এদিকে নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে এনসিপির পদযাত্রা ও কক্সবাজারে সমাবেশ অনুষ্ঠানের বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাজাহান চৌধুরী বলেন, সাত স্তরের নিরাপত্তা দিয়ে এনসিপির সমাবেশ অনুষ্ঠান রহস্যজনক।

 

তিনি বলেন, সেনাবাহিনী বিজিবি র‍্যাব পুলিশ সহ সরকারের সকল সংস্থাগুলোর নিরাপত্তা বলয়ে এনসিপির সমাবেশ উদ্দেশ্যপূর্ণ, রহস্যজনক ও উস্কানিমূলক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের কৃতিসন্তান সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য ধৃষ্টতাপূর্ণ ও বেয়াদবি বলে মন্তব্য করেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]